বিডিনগ ইন্টারনেট কার্যক্রমের বর্তমান বহু-অংশীদারভিত্তিক মডেলকে সমর্থন করে এবং বিভিন্ন ইন্টারনেট সম্পর্কিত সংগঠনের সাথে যৌথভাবে কাজ করে, যাদের মধ্যে আছে APNIC, APRICOT, ISOC, কয়েকটি আঞ্চলিক NOGs ইত্যাদি৷
বিডিনগ ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে SANOG -এর সঙ্গে কাজ করে যেটি দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বৃহত্তর একটি প্লাটফর্ম৷ SANOG আঞ্চলিক বিষয়াদি নিয়ে কাজ করে এবং বিডিনগ-এর কার্যক্রম মূলত বাংলাদেশের NOG কমিউনিটির স্থানীয় বিষয়বস্তুর চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ৷