ইন্টারনেট কার্যক্রম, প্রকৌশল-প্রযুক্তি ও গবেষণায় আগ্রহ আছে এবং যারা এ বিষয়ে অধিকতর শিক্ষার্জনসহ নিজেদের জ্ঞান ইন্টারনেটের প্রয়োগমূলক কর্মকান্ডে নিয়োজিত মানুষদের সঙ্গে বিনিময় করতে চান তারাই বিডিনগ-এর সদস্য হতে পারেন৷ বিডিনগ সম্মেলনে অংশগ্রহণের জন্য সদস্যপদ গ্রহণের বাধ্যবাধকতা নেই৷
বিডিনগ সদস্যরা নিম্নলিখিত সুবিধাসমূহ পাবেন:
১. বিডিনগ বোর্ড ও বিডিনগ-এর অভ্যনত্মরীণ কর্মপরিষদে সক্রিয় অংশগ্রহণ
২. বিডিনগ-এর অভ্যন্তরীণ কর্মপরিষদে যোগদানের মাধ্যমে মত বিনিময়
৩. বিডিনগ-এর বিভিন্ন অনুষ্ঠান (সম্মেলন, কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদি) স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা
৪. বিডিনগ সম্মেলন/প্রশিক্ষণ/কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে চাঁদা প্রদানের বিষয় থাকলে সেৰেত্রে ছাড়প্রাপ্তির সুবিধা
৫. বিডিনগ-এর মেইলিং লিস্টের গ্রাহক হতে ভুলবেন না৷ আমরা যাবতীয় কর্মকান্ড মূলক বিষয় মেইলিং লিস্টের মাধ্যমে আলোচনা করি৷
মেইলিং লিস্টের ওয়েব ঠিকানা: http://www.bdnog.org/bangla/Mailing_List.html