বিডিনগ বাংলাদেশের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান (টেলকো/আইএসপি), এন্টারপ্রাইজ নেটওয়ার্ক (ব্যাংক, বিশ্ববিদ্যালয়, এনজিও) ও সরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক-সংক্রান্ত কর্মকান্ডের উপর একটি বার্ষিক সম্মেলনের আয়োজন করে৷
মূলত কারিগরি কর্মকান্ড-ই সম্মেলনের মূল বিষয়বস্তু হলেও এখানে প্রয়োগমূলক বিভিন্ন বিষয়ে একাডেমিক গবেষক ও ইন্টারনেট নীতিমালা সংক্রান্ত বিষয়ে নীতি-নির্ধারকরাও গবেষণাপত্র উপস্থাপন করতে পারেন৷
ইন্টারনেটের প্রয়োগসংক্রান্ত বিষয়ে আগ্রহ আছে এমন যে কেউ এ সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন৷ দেশের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রকৌশলী ও নীতি-নির্ধারকরা এখানে যোগদান করেন৷ এছাড়াও টেকসই পদ্ধতিতে ইন্টারনেটকে নিয়ন্ত্রণ, উন্নয়ন ও পরিচালনায় পারদশী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্বেরা এখানে বক্তা হিসেবে অংশগ্রহণ করেন৷
প্রতিটি বিডিনগ সম্মেলনে থাকে:
১. ১ দিনের একটি সম্মেলন৷এ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মেধাবী বাংলাদেশীদের একত্রিত করা, প্রযুক্তি বিষয়ে তাদেরকে জনসমক্ষে স্থানীয় পর্যায়ে বক্তব্য রাখার সুযোগ করে দেয়া এবং একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য প্রদানের ব্যবস্থা করে দেয়া৷