বিডিনগ মেইলিং লিস্ট তৈরির উদ্দেশ্য হচ্ছে, নেটওয়ার্ক অপারেটর ও প্রকৌশলীদের মধ্যে সহযোগিতার প্রয়োজন আছে এমন কারিগরি তথ্যের বিনিময় ও বিভিন্ন কারিগরি বিষয় আলোচনার জন্য একটি ফোরাম গঠন৷ প্রায়োগিক বিষয়সমূহের কারিগরি দিক, ইন্টারনেট সেবার সঙ্গে সম্পর্কিত কারিগরি বিষয় ও টেলিযোগাযোগ খাতের অবকাঠামো সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে আলোটিত হবে৷
এটি রাজনৈতিক বিষয় আলোচনা, পণ্য বিক্রি বা বিজ্ঞাপন প্রদান, প্রাত্মিক ব্যবহারকারী (এন্ড-ইউজার) কতৃক সেবাদাতাদেরকে বিরক্ত করা বা বিশেষ বিষয়ভিত্তিক কোনো দলের নিজস্ব কার্যক্রমের প্রচার-প্রচারণার কোনো ফোরাম নয়৷ এ ধরনের পোস্টকে লিস্ট সরিয়ে ফেলা হবে এবং ভবিষ্যতের পোস্ট ব্লক করা হবে৷
বিডিনগ মেইলিং লিস্টে পোস্ট করার সময় প্রতিটি পোস্টকেই রচয়িতার নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে ধরে নেয়া হবে, সুনির্দিষ্টভাবে উল্লেক্ষ না থাকলে এসব পোস্টকে কোনো প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্বকারী বলে গণ্য করা হবে না৷ এটিও স্মর্তব্য যে, এসব পোস্ট পাবলিক ডোমেইনের অংশ হয়ে যাবে এবং এগুলোকে উন্মুক্তভাবে আর্কাইভ করা হবে৷ এ কারণে এখানে এমন কোনো তথ্য অন্তরভুক্ত করা যাবে না যেখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) ধরনের কোনো শর্ত প্রযোজ্য৷ এ সংক্রান্ত দায়দায়িত্ব বিডিনগ ফোরাম নয়, বরং যিনি পোস্ট করবেন তার ওপরই বর্তাবে৷
বিশেষভাবে স্মর্তব্য যে, কোনো বাণিজ্যিক বা আইনগত বিরোধপূর্ণ কোনো কারিগরি বিষয়ে বিস্তারিত বাণিজ্যিক বা আইনগত বর্ণনা প্রদান করা যাবে না৷ এসবের মধ্যে আছে, এক্ষেত্রে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা বা এই বিরোধের সঙ্গে সম্পৃক্ত কোনো পক্ষ কতৃর্ক নিয়োজিত বা তার সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তির বিস্তারিত তথ্য প্রকাশ (উলেস্নখ্য, এটি একটি উদাহরণ, শর্তাবলী এর মধ্যেই সীমাবদ্ধ নয়)৷
পেশাগত শ্রদ্ধা:
এই লিস্টের একজন গ্রাহক হিসেবে আপনাকে অন্যদের মতের সঙ্গে সহমত পোষণ না করলেও এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে৷ কোনো বিষয়ের ওপর গঠনমূলক আলোচনাকে উত্সাহিত করা হয়, তবে ব্যক্তিগত আক্রমণ, কারো নাম ধরে বা কারো প্রতি বিরাগসূচক প্রচারণা বা কারো চরিত্রহনন গ্রহণযোগ্য নয়৷
এই লিস্টের নতুন গ্রাহকদেরকে নতুন পোস্ট শুরু করার আগে অন্যান্য পোস্টকারী সম্বন্ধে অবগত হওয়া উচিত৷ এ লিস্টের কোনো কোনো সদস্য এ ক্ষেত্রটিতে অনেক দিন ধরে আছেন এবং তাঁরা এ বিষয়ের বিশেষজ্ঞ৷
তাঁদের অভিজ্ঞতা একটি মূল্যবান সম্পদ৷ এছাড়াও মনে রাখতে হবে, একজন সদস্য কতৃর্ক প্রদত্ত পোস্টের সংখ্যা এবং তাঁর বিষয়দক্ষতা সরাসরি সম্পর্কিত কোনো বিষয় নয়৷
মনে রাখবেন, বিডিনগ মেইলিং লিস্টে মেইল করার পর আপনার পোস্টটি শত শত, এমনকি হাজার হাজার ব্যক্তি পাঠ করবেন, যাদের মধ্যে অনেকেই আপনার বর্তমান ও সম্ভাব্য সহকমী, ক্রেতা, সরবরাহকারী বা নিয়োগদাতা হতে পারেন৷ কাজেই এমন কোনো ব্যক্তি, যার কাছে হয়ত আপনাকে চাকরি বা কোনো সুবিধার জন্য যেতে হবে, তার সামনে নিজেকে হাস্যস্পদ করা উচিত হবে কিনা চিন্তা করুন৷
লিস্টের গ্রাহকদেরকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পণ্যের প্রতি অসম্মানসূচক ভাষা ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি৷
পোস্টিং:
অ্যাটাচমেন্ট:
দয়া করে অ্যাটাচমেন্ট সংযুক্ত করবেন না৷ এটিকে কঠিনভাবে নিরুত্সাহিত করা হচ্ছে৷ প্রয়োজন মনে করলে URL দিতে পারেন, যাতে আগ্রহী সদস্যরা ঐ URL-এ ভিজিট করতে পারেন৷
অটো রেসপন্ডার:
অটো রেসপন্ডার যদি ব্যবহার করতেই হয় তাহলে এটি যাতে লিস্ট ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে উত্তর (অটো-রেসপন্ড) না পাঠায় সেদিকে খেয়াল রাখুন৷ যদি পাঠায়, তাহলে এটি সংশোধন করার আগ পর্যন্ত আপনার সদস্যপদ স্থগিত রাখার সম্ভাবনাই বেশি৷
মডারেশন:
বিডিনগ-এর মেইলিং লিস্ট প্রতিক্রিয়াভিত্তিক উপায়ে মডারেশন করা হয়, অর্থাত্, পোস্টগুলো সঙ্গে সঙ্গে সদস্যদের কাছে সরবরাহ করা হয়, তবে মডারেটর যদি লক্ষ করেন যে, তালিকার অপব্যবহার করা হচ্ছে তাহলে অপব্যবহারকারীকে/দের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হবে৷ তিনি/তারা যদি তাতে কর্ণপাত না করেন তাহলে তাদের লিস্ট সাবস্ক্রিপশনকে ‘মডারেটেড’ মোডে সেট করা হবে, যার অর্থ হচ্ছে, তিনি/তাঁরা ভবিষ্যতে যত পোস্ট করবেন সেগুলো মডারেটর কতৃর্ক অনুমোদিত হতে হবে৷ তারপরও যদি কোনো অপ্রীতিকর কাজ করা হয় তাহলে ঐ সদস্যের লিস্ট সদস্যপদ বাতিল করা হতে পারে৷ বিডিনগ ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্যহীন পোস্ট আর্কাইভ থেকে সরিয়ে ফেলার অধিকার বিডিনগ বোর্ড সংরক্ষণ করেন৷
বিডিনগ বোর্ড যদি মনে করেন কোনো থ্রেড বিডিনগ ঘোষণাপত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেক্ষেত্রে ঐ থ্রেডে আর কোনো পোস্ট প্রেরণ না করার অনুরোধ করতে পারেন৷ আশা করা হবে, সকল গ্রাহক এই নির্দেশনা মেনে চলবেন৷
মডারেশন এর দায়িত্ব বিডিনগ বোর্ড-এর নির্বাহী পরিষদের উপর ন্যাস্ত৷ বোর্ড নিজেদের পছন্দমত মডারেটর নিয়োগ করবেন৷ বিডিনগ মেইলিং লিস্টে পেশকৃত কোনো পোস্ট-এ বিবৃত ঘটনা, এর তাৎপর্য, বিষয়বস্তু বা উদ্দেশ্যের জন্য বিডিনগ ও এর নির্বাহী পরিষদ কোনোক্রমেই দায়ী থাকবে না৷ কোনো পোস্টকারক-এর পোস্ট মডারেশন, আর্কাইভ থেকে সরিয়ে ফেলা, পোস্টিং-এর বিশেষ সুবিধা প্রত্যাহার বা সাবস্ক্রিপশনের অধিকার প্রত্যাহারের দায়দায়িত্বও বিডিনগ ও এর নির্বাহী পরিষদের উপর বর্তাবে না৷
বিডিনগ-এর বর্তমান কার্যকরী কমিটি
সর্বশেষ সংশোধনের তারিখ: ১ অক্টোবর ২০১৩